PAKISTAN-ASIA-QUAKE-MUSLIMS-PRAYER

ঘুমানোর পূর্বের দোয়াঃ

আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহ্ইয়া।

بِاسْـمِكَ أَمـوتُ وَأَحْـي اللّهُـمَّ

অর্থঃ হে আল্লাহ; আপনার নামে ঘুমাতে যাচ্ছি এবং আবার জেগে উঠব।

ঘুম থেকে উঠার পর দোয়াঃ

আলহামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন্নুশুর

الحَمْـدُ لِلّهِ الّذي أَحْـيانا بَعْـدَ ما أَماتَـنا وَإليه النُّـشور

অর্থঃআল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা,যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করেছেন এবং তার নিকটই আমরা সবাই পুনরথখিত হবো।

পেশাব পায়খানায় যাওয়ার আগের দোয়াঃ

বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আঊযুবিকা মিনাল খুবুছিওয়াল খাবাইয়িছ

اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث.

অর্থঃআল্লাহর নামে। হে আল্লাহ্‌ আমি তোমার নিকট নাপাক জীন ও জীন্নীর ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি।

পেশাব পায়খানা থেকে বের হওয়ার দোয়াঃ

আল্লাহুম্মা গুফরানাকা

غُفْـرانَك

অর্থঃ হে আল্লাহ্‌ আমাকে ক্ষমা করো।

উত্তম রূপে ওযু করে আকাশের দিকে তাকিয়ে

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه

আশহাদু আল লা-ইলাহা ইল্লালাহু ওয়াহ’ দাহু লা শারিকালাহু ওয়াশ হা’দু আন্না মুহাম্মাদান আব্দুহুয়া রাসুলুহু

অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নাই, তার কোন শরীক নাই এবং মুহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসুল।

আযানের শেষে দোয়াঃ

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدَاً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامَاً مَحْمُودَاً الَّذِي وَعَدْتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ্‌দা’ওয়াতিত্তাম্মাতি ওয়াস্‌সালাতিল ক্বায়িমাহ্‌ আতি মুহাম্মাদানিল ওয়াসীলাতা ওয়াল ফাযীলাতা ওয়াব্‌’আস্‌হূ মাকামাম্মাহমুদা নিল্লাযী ওয়া ‘আত্তাহূ, ইন্নাকা লা তুখলিফুল মী’আদ

অর্থঃ হে আল্লাহ! প্রভু (তুমি) এ পরিপূর্ণ আহ্বানের এবং চিরস্থায়ী নামাযের। তুমি মুহাম্মদ (সাঃ)-কে নৈকট্যের উসিলা, মহত্ত্ব এবং সর্বাপেক্ষা প্রশংসিত মার্গে (অর্থ্যাৎ মাকামে মাহমুদে) আবির্ভূত করো তাঁকে, যার ওয়াদা তুমি দিয়েছো তাঁকে। নিশ্চয় তুমি কখনো ওয়াদা ভঙ্গ করো না।

রব্বা-প্রভু, হাযিহি-এ, দাওয়াতে-আহ্বান, তাম্মাতে-পরিপূর্ণ, ওয়াস্‌সালাতি- এবং প্রার্থনার, কায়িমাহ্‌-চিরস্থায়ী, আতে-তুমি দান করো, ওয়াসীলাতা-নৈকট্যের উসিলা, ওয়াল ফাযীলাতা-এবং মহত্ত্ব, ওয়াব্‌’আসহূ-এবং তাঁকে আবির্ভূত করো,মাকামাম্মাহ্‌মুদা-সর্বপেক্ষা প্রশংসিত, ইন্নাকা লা- নিশ্চয় না/কখনো না, তুখ্‌লিফু-তুমি ভঙ্গ করো, মী’আদ-ওয়াদা)

বাড়ি থেকে বের হওয়ার দোয়াঃ

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

বিসমিল্লাহি তাওয়াক্কালতু আ’লাল্লাহি ওয়া লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থঃ আল্লাহর নামে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে রওয়ানা দিচ্ছি। আল্লাহ্‌ দেয়া ব্যাতীত ভালো আমল করার এবং মন্দ আমল থেকে বিরত থাকার কোন শক্তি ও ক্ষমতা নেই।

গৃহে প্রবেশ কালে দোয়া:

بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا

অর্থঃ আল্লাহর নামে আমরা প্রবেশ করি, আল্লাহর নামেই আমরা বের হই এবং আমাদেও প্রভু আল্লাহর উপরই আমরা ভরসা করি অত:পর পরিবারবর্গের উপর সালাম বলবে।

 

 

মসজিদে প্রবেশের দোয়াঃ

arabic

বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আ’লা রাসুলিল্লাহি আল্লাহুম্মাফ তাহ’লী আবওয়াবা রাহ’মাতিকা

অর্থঃআল্লাহর নামে। দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসুল (সঃ) এর উপর। হে আল্লাহ্‌ আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করো।

মসজিদ থেকে বের হওয়ার দোয়াঃ

arabic

বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আ’লা রাসুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আছআলুকা মিন ফাদলিক

অর্থঃ আল্লাহর নামে বের হচ্ছি, দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। হে আল্লাহ ! আমি তোমার অনুগ্রহ কামনা করি। হে আল্লাহ, বিতাড়িত শয়তান হতে তুমি আমাকে বাচাও।

খাওয়া শুরুর দোয়া:

arabic

বিসমিল্লাহি ওয়া আ’লা বারাকাতিল্লাহ।

অর্থঃ আল্লাহর নামে এবং আল্লাহর দেয়া বরকতসমূহের উপর শুরু করছি

খাওয়া শেষের দোয়া:

arabic

আলহামদুলিল্লাহিল্লাজি আতআ’মানা ওয়া সাক্বানা ওয়া জাআ’লানা মিনাল মুসলিমীন।

অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের পানীয় ও খাদ্য দিয়েছেন এবং আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন।

কাপড় পরিধানের দোয়া:

الحمدُللهِالّذيكَسانيهذا (الثّوب) وَرَزَقَنيهمِنْغَـيـْرِحَولٍمِنّيوَلاقـوّة.

অর্থঃ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ইহা পরিধান করিয়েছেন এবং আমার শক্তি ও সামর্থ ছাড়াই তিনি আমাকে ইহা দান করেছেন।

নতুন কাপড় পরিধানের দোয়া:

اللهملكالحمدأنتكسوتنية،أسألكمنخيرهوخيرماصنعله،وأعوذبكمنشرهوشرماصنعله.

হে আল্লাহ! তোমারই জন্য সকল প্রশংসা। তুমিই এ কাপড় আমাকে পরিয়েছ। আমি তোমার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ ও এটি যে জন্য তৈরী করা হয়েছে সে সব কল্যান প্রার্থনা করি। আমি এর অনিষ্ট এবং এটি তৈরীর অনিষ্ট থেকে তোমার আশ্রয় কামনা করি।

কাপড় খুলে রাখার দোয়া:

بسمالله.

আল্লাহর নামে খুলে রাখলাম।

রাসুল (সঃ) আবু মুসা আশআরী (রা) কে উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাকে বেহেশ্তের ভান্ডারের মধ্য হতে একটি ভান্ডারের কথা বলে দেবো না? আবু মুসা (রা) বললেন, অবশ্যই ইয়া রাসুল্লাল্লাহ!

আল্লাহুম্মা ইন্নী আয়ু’যুকবিকা মিনাল বারাছী, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি ওয়া সায়্যিইল আছকাম।

(সূত্রঃ আবু দাউদ)