১. নামাজের সালাম ফিরিয়ে ১ বার আল্লাহু আকবার اَللهُ اَكْبَرُ (আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ)

      (সুত্রঃ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী)

২. আস্তাগফিরুল্লাহ اَسْتَغْفِرُ اللهَ (হে আল্লাহ্‌, আমাকে ক্ষমা করুন)-৩ বার

 (সুত্রঃ মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজি, ইবনে মাজাহ)

৩. আল্লাহুম্মা আন্তাসসালাম ওয়ামিনকাসসালাম ওয়া তাবারাক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম

اَللَّهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَام تَبَارَكْتَ يَا ذا الْجَلَالِ وَاْلِإكْرَامِ-

 (হে আল্লাহ্‌, আপনি শান্তিদাতা, আপনার থেকেই শান্তি আসে, আপনি বরকতময়, আপনি মহত্তের অধিকারী এবং মহা সম্মানী)

                      (সুত্রঃ আবু দাউদ, নাসায়ী, তিরমিজি, ইবনে মাজাহ)

৪. আল্লাহুম্মা আই’ন্নি আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ই’বাদাতিকা

اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

(হে আল্লাহ, আপনার যিকির, আপনার শুকরিয়া আদায় এবং উত্তম ইবাদতের জন্য আমাকে সাহায্য করুন) 

                                                     (সূত্রঃ আবু দাউদ)

৫. সুবহানাল্লাহ سُبْحَاَن الله -৩৩ বার,আলহামদুলিল্লাহ اَلْحَمْدُ لِلَّهِ -৩৩ বার,আল্লাহু আকবার اَللهُ اَكْبَرُ -৩৩ পড়ে ১ বার- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ’ দাহুলা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হা’মদু ওয়া হুয়া আ’লা কুল্লি শায়্যিন কাদির.

لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْر

(আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক তার কোন শরীক নেই, তার জন্যই সকল রাজত্ব, তার জন্যই সমুদয় প্রশংসা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান )

                                    (সুত্রঃ মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিজি)

৬. আয়াতুল কুরসী

اللّهُ لاَ إِلَـهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

– ১ বার

                                                 (সূত্রঃ নাসায়ী, মেশকাত)

৭. সূরা ফালাক, নাস, ইখলাস একবার করে।

سورة الفلق:

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ- مِن شَرِّ مَا خَلَقَ- وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ- وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ- وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ-

 

سورة الناس:

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ- مَلِكِ النَّاسِ- إِلَهِ النَّاسِ- مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ- الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ- مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ-

 

سورة الاخلاص:

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ- اللَّهُ الصَّمَدُ- لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ- وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ-

 

                                                                                                   (সুত্রঃ আবু দাউদ, নাসায়ী)

৮. সুবহা’নাকা আল্লাহুম্মা ওয়া বিহা’মদিকা ওয়াসতাগফিরুকা ওয়াতুবু ইলাইক

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَاَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ-

( হে আল্লাহ্‌, আমি আপনার তসবিহ পাঠ করছি, আপনারই প্রশংসা বর্ণনা করছি এবং আপনারই নিকট তওবা করছি) 

   (সুত্রঃ  নাসায়ী) 

 

৯. আল্লাহুম্মাগফিরলি মা কাদ্দামতু ওমা আখারতু ওমা আসরারতু ওমা আ’লানতু ওমা আন্তা আ’লামু বিহি মিন্নি আন্তাল মুকাদ্দিমু ওয়া আন্তাল মুয়াখখিরু লা ইলাহা ইল্লা আন্তা।

اَللَّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أََعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلاَّ أَنْتَ-

 (হে আল্লাহ্‌, আমার পূর্বের পরের গুনাহ, প্রকাশ্য ও গোপনীয় সর্বপ্রকার গুনাহ মাফ করুন, আমার পাপ সম্পর্কে আপনিই অবহিত। আপনি প্রথম আপনিই শেষ, আপনি ব্যতিত কোন ইলাহ নেই)

      (সুত্রঃ আবু দাউদ)